• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল ২০২৫

মাশরাফি  ও মাহমুদউল্লাহ থাকছেন পুরোনো ঠিকানাতেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ১২:৫১ পিএম
মাশরাফি  ও মাহমুদউল্লাহ থাকছেন পুরোনো ঠিকানাতেই
মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসﷺন্ন একাদশ আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটের প্রথম সেটে দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি ‍বিন মুর্তজার নাম ডাকা হয়েছে। দুজনেই দল পেয়েছেন সেখান থেকে। উভয়েই আবার যুক্ত হয়েছেন তাদের আগের ফ্র্যাঞ্চাইজিতে। অর্থাৎ, সিলেট স্ট্রাইকার্সেই ফের দেখা যা෴চ্ছে মাশরাফিকে এবং ফরচুন বরিশালে মাহমুদউল্লাহ।

সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ থেকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। তিনি টানা দ্বিতীয় আসরে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে। তিনজনেই গত আসরে প্রথমবার বরিশালের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। যদিও এবার মাত্র দুজন ক্রিকেটারকে রিটেইন করার নিয়ম থাকায় রিয়াদকে ছেড়ে দিয়ে তামিম-মুশফিককে ধরে রাখে বরিশাল। তবে ড্রাফট থেকে ঠিক🌃ꦚই তারা তুলে নিলো রিয়াদের নাম।

অন্যদিকে, মাশরাফি গত বছরও খেলেছিলেন সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাকে এবারও তারা ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে। যদিও ড্রাফটের আগে বাংলাদেশ দলের 💎সাবেক অধিনায়ক মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূ🌄ল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা করে।

উল্ඣলেখ্য, আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজি এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখাꩵনে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।

 

 

Link copied!